কুলিয়ারচরে পৌর টি.ভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বিজয়ী অর্জন করেন ৯নং ওয়ার্ড পালটিয়া স্পোর্টস ফাইটার্স।”
নিজস্ব প্রতিবেদক
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে পৌর টি.ভি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ সিজন-১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) বিকাল ৩টায় কুলিয়ারচর থানা মাঠে এ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক,বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সদস্য, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শরীফুল আলম। এছাড়া খেলার শুরুতে সাদা পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত।
ফয়সাল আহমেদ রাজিব এর সঞ্চালনায় খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এ হান্নান, কুলিয়ারচর পৌর বিএনপি সাধারণ সম্পাদক হাজী শাহ আলম, কাইয়ুম এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক ও সমাজ সেবক আব্দুল কাইয়ুম, কুলিয়ারচর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ফারকুল ইসলাম ফারুক, কুলিয়ারচর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আজহার উদ্দিন লিটন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক ছাত্র নেতা আব্দুস সালাম সুমন প্রমুখ।
ফাইনাল খেলায় কুলিয়ারচর পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড বড়খারচর আদর্শ ফুটবল একাদশ কে ০-১ গোলে
হারিয়ে বিজয়ী অর্জন করেন ৯নং ওয়ার্ড পালটিয়া স্পোর্টস ফাইটার্স।
খেলা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা হয়। এতে বক্তারা বলেন, দীর্ঘ ৯ বছর যাবত কুলিয়ারচরে কোন টুর্নামেন্টে এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়নি। আজ প্রধান অতিথি মো. শরিফুল আলম এর নেতৃত্বে কুলিয়ারচর ক্রীড়া অঙ্গন কলঙ্ক মুক্ত হয়। পরে আয়োজক কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিসহ সাবেক কৃতি ফুটবলার মরহুম ইসলাম উদ্দিন এর পক্ষে ওনার ছেলেকে ও বাবু সলিল কান্তি রায় কে সম্মাননা পুরস্কার তুলে দেন আয়োজকরা।
Leave a Reply