“ভৈরবে ইটভাটার মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪০ জন “
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে ইটভাটার মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ৪০ আহত হয়েছে।(২৮ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের দক্ষিণ পাড়া সবেদ আলী ঘাট এলাকায় কাউয়া বাড়ির সাথে বাঘা বাড়ির মধ্যে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীন।
সংঘর্ষে আহতদের মধ্যে রফিকুল ইসলাম, রাজন মিয়া, লিটন মিয়া, উসমান মিয়া, কামাল মিয়া, জামান মিয়া, সোহরাফ হোসেন, সুজন মিয়া, সাত্তার মিয়া ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এছাড়াও রহমত আলী, মনির মিলন, রুস্তম, ওমর ফারুক, হামিদ মিয়াসহ বাকিরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে স্থানীয়রা জানান, কালিকাপ্রসাদ দক্ষিণ পাড়া সবেদ আলী ঘাট এলাকায় কামাল মিয়ার ইটের ভাটার জন্য বশির মিয়ার জমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ওই এলাকার দুই পক্ষের মধ্যে এক পক্ষের নেতৃত্বদেন ইটভাটা মালিকের পক্ষে কাউয়া বাড়ির নবী হোসেন৷ তিনি কালিকাপ্রসাদ ৩ নং ওয়ার্ড যুবদল সহ-সভাপতি। আরেক পক্ষের নেতৃত্ব দেন বাঘা বাড়ির মো.মোস্তফা। তিনি কালিকাপ্রসাদ ৩ নং ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক।
স্থানীয়রা আরো বলেন, নরসিংদীর জেলার ছল্লাবাদ এলাকার কামাল মিয়ার জন্য কালিকাপ্রসাদ একই এলাকার মানুষ সংঘর্ষে জড়িয়েছে। বিষয়টি দুঃখজনক। বিগত দিনে আওয়ামীলীগের নেতাদের নাম ভাঙ্গিয়ে ব্যবসা করেছিলেন। এখন বিএনপির নেতাদের কাঁধে বর করে ব্যবসাও করছে এলাকায় বিবাদ সৃষ্টি করে রেখেছে।
এবিষয়ে বিএনপির নেতা মোস্তফা মিয়া বলেন, কামাল আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে আমাদের বাপদাদা ও চাচাদের জমি দখল করে দীর্ঘদিন যাবত ইটভাটা চালাচ্ছে। আমি বাধা দেয়ায় আমার উপর চাঁদাবাজির অভিযোগ এনে মানহানির চেষ্টা করর কামাল মিয়া। আমি কামাল মিয়াকে জিজ্ঞাসা করতে গেলেই কিছু দুষ্কৃতকারীকে নিয়ে আমাদের উপর হামলা করে। পরে বিষয়টি সংঘর্ষে রুপ নেয়। আমাদের পক্ষের অনেকই আহত হয়েছে।
এ বিষয়ে বিএনপির নেতা নবী হোসেন বলেন, ইটভাটায় আমাদের বংশের অনেকের কয়েক কোটি টাকা পুঁজি দেয়া আছে। ইটভাটা বন্ধ হলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আমরা ইটভাটার পক্ষে কথা বলায় আমাদের উপর অতর্কিত হামলা চালিছে।
ইটভাটা মালিক কামাল বলেন, মোস্তফা ও লোকমানসহ কয়েকজন বিএনপির নেতা আমার ইটভাটা বন্ধ করে দেয়ার হুমকি দেয়। আওয়ামীলীগের কোন নেতা যেন ইটভাটায় সম্পৃক্ততা না থাকে হুশিয়ারি দেন। সেই সাথে মাটি কাটলেই তাদের চাঁদা দিতে হবে বলে হুমকি দামকি দেয়। আমি চাঁদা দিতে অস্বীকার করায় আমার উপর হামলা করে৷
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ শাহীন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply