নাজির আহমেদ আল-আমিন
কিশোরগঞ্জের ভৈরবে মাদকাসক্ত যুবকের ছুরিআঘাতে গরুর খামার ব্যবসায়ী হারুন উর রশিদ সোহাগ (৩৫) নিহত হয়। (১৭ নভেম্বর) রবিবার রাত ৭ টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুরের রেল ক্রসিং এলাকার একটি চায়ের দোকানের সামনে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাত ৮ টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হারুন উর রশিদ সোহাগ শম্ভুপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন মিয়ার ছেলে। সে তার নিজ বাড়িতে গরুর খামারের দেখাশুনা করতো।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাত ৭ টার দিকে গরুর খামারী হারুন -উর রশিদ শম্ভুপুর রেল ক্রসিংয়ের নিকটে চায়ের দোকানে বসা ছিল। এসময় তার এলাকার কফিল উদ্দিনের ছেলে জসীম উদ্দিন নেশাগ্রস্থ অবস্থায় তুচ্ছ ঘটনা নিয়ে তার সাথে কথার তর্কাতর্কি করার এক পর্যায়ে পকেট থেকে ছুরি বের করে হারুন উর রশিদ সোহাগকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। এসময় তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মেহেদী হাসান জানান, নিহতের বুকে গুরুতর আঘাত ছিল। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তিনি বলেন, গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরনে তার মৃত্যু হয়েছে ধারনা করছি।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ শাহিন মিয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ রাত ৮ টায় নিহতের মরদেহ থানায় নিয়ে আসলে প্রয়োজনীয় কাজ শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
Leave a Reply