“ভৈরবে নন্দন বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দশ হাজার টাকা জরিমানা “
আফসার হোসেন তূর্জা
কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক, চানাচুর, ব্রেডসহ বিভিন্ন খাদ্যদ্রব উৎপাদন করার অপরাধে ও ফ্যাক্টরিটির লাইসেন্স নবায়ন না থাকায় নন্দন ফুড প্রোডাক্টস নামে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। (১৩ নভেম্বর) বুধবার বিকাল ৪টায় পৌর শহরের ভৈরবপুর উওর পাড়ার নাটালের মোড় এলাকায় ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজ্রিস্ট্রেট রেদুয়ান আহমেদ রাফি এ জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী অঞ্চলের বিএসটিআইয়ের ফিল্ড অফিসার এএফএম হাসিবুল হাসান ও ভূমি অফিসের নাজির সালেক রহমান।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতে বিচারক নির্বাহী ম্যাজ্রিস্ট্রেট রেদুয়ান আহমেদ রাফি বলেন, ফ্যাক্টরিটির লাইসেন্স নবায়ন না থাকায় ও ভিতরে পরিবেশ স্বাস্থ্যসম্মত না থাকায় আমরা সচেতনমূলক কার্যক্রম করেছি এবং এর পাশাপাশি প্রতিষ্ঠানটিকে আর্থিক জরিমানা করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply