ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার অভিযোগে গ্রামীণ ফোন ডিলার কাস্টমার সার্ভিস প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মোস্তাফিজুর রহমান মানিক (৪২)কে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। (১১ নভেম্বর) সোমবার দুপুরে শহরের পৌরসভার সামনে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়েছে। মোস্তাফিজুর রহমান মানিক পৌর শহরের মধ্য পাড়া এলাকার মৃত জলিল মিয়ার ছেলে।
সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ভৈরব র্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী।
পুলিশ সুপার বলেন, গত ১৯ জুলাই বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেলসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের উপর হামলায় অংশ নেন মোস্তাফিজুর রহমান মানিক।
এ ঘটনায় জগন্নাথপুর এলাকার বাসিন্দা ও আন্দোলনে আহত মামুন মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের বিশেষ অভিযানে সোমবার মানিককে গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার ঘটনায় মানিক জড়িত ছিল। এজাহার নামীয় ও ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। আটকের পর মোস্তাফিজুর রহমান মানিককে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply