“কুলিয়ারচরে ইউপি চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার “
মোঃ নাঈমুজ্জামান নাঈম,
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার উসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নিজাম ক্বারী-কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর ) দুপুরে বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতরাত সাড়ে ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের সহায়তায় নন্দরামপুর ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের বাজরা বাসস্ট্যান্ডে সংঘটিত ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ নয়ন মিয়া। তিনি উপজেলার রামদী ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী মজলু মিয়ার ছেলে।
বিস্ফোরক আইনে দায়েরকৃত ওই মামলার প্রধান আসামী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান। ৮৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০-২০০ জনকে আসামী করে গত ৩০ আগস্ট মামলাটি দায়ের করা হয়েছিল। মামলার তদন্তে প্রাপ্ত হিসেবে নিজাম ক্বারীকে পুলিশ গ্রেফতার করে।
কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply