“ভৈরবে র্যাব সেজে চাঁদাবাজি: গ্রেপ্তার তিন প্রতারক”
ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরব র্যাবের পরিচয়ে চাঁদাবাজির সময় ৩ জনকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। (৫ নভেম্বর) মঙ্গলবার রাত ১১ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ভৈরব র্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরি।
আটককৃতরা হলেন, পৌর শহরের উত্তরপাড়া এলাকার মর্তুজা আলির ছেলে আরিফুল হাসান (২৭), সাগর আহম্মদের ছেলে রাকিব আহমেদ ঈশান (১৮) ও চণ্ডিবের এলাকার মৃত জযনাল আবেদীনের ছেলে মো. নাসির মিয়া (৫১)।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, পৌর শহরের কালিপুর মধ্যপাড়া এলাকার ব্যবসায়ী মো. ইকবাল মিয়া। ২৯ অক্টোবর ইকবাল মিয়ার কাছে অজ্ঞাত ব্যক্তির ফোন নম্বর থেকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে ১ নভেম্বর আটককৃত চাঁদাবাজরা চাঁদার টাকার জন্য ঐ ব্যবসায়ীর বাসায় যায়। এসময় ব্যবসায়ী ইকবাল মিয়া টাকা দিতে অস্বীকার করে। তখন চাঁদাবাজরা বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। ভয়ে ওই ব্যবসায়ী চাঁদাবাজদের নগদ ১৫ হাজার টাকা দেয়। পরবর্তীতে ০২ নভেম্বর চাঁদাবাজরা পুনরায় ঐ ব্যবসায়ীকে ফোন দিয়ে র্যাব পরিচয় দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। তখন ব্যবসায়ী মো. ইকবাল মিয়া ঘটনাটি তার পরিবারের সদস্যদের জানায়। বিষয়টি জানার পর ব্যবসায়ীর মেয়ে মাহমুদা বেগম র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পকে ঘটনাটি অবহিত করেন। র্যাব-১৪ সিপিসি-২, ভৈরব ক্যাম্প তৎপরতা চালিয়ে কৌশলে চাঁদাবাজদের গ্রেফতার করে।
ভৈরব র্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরি বলেন, অভিযোগ পাওয়ার পর ৫ নভেম্বর বিকালে সাড়ে ৫টার দিকে চাঁদাবাজরা চাঁদার টাকার জন্য ঐ ব্যবসায়ীর বাড়িতে যায়। সংবাদ পেয়ে দ্রুত সময়ের মধ্যে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাঁদাবাজ চক্রের ৩ সদস্যকে আটক করে।
এ ঘটনায় ব্যবসায়ী ইকবাল মিয়ার মেয়ে মাহমুদা বেগম বাদী হয়ে আটককৃত চাঁদাবাজদের বিরুদ্ধে ভৈরব থানায় এজাহার দায়ের করলে উক্ত চাঁদাবাজদেরকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply