“কুলিয়ারচরে দশম শ্রেণির ছাত্র সজিবের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন “
মোঃ নাঈমুজ্জামান নাঈম
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় দশম শ্রেণির ছাত্র মোঃ সজিব মিয়া’র উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি ও এলাকার জনগণ ।
বুধবার (৩০ অক্টোবর) সাড়ে ১১ টায় ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দ্বাড়িয়াকান্দি-বেলাব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হামলায় আহত ছাত্র সজিব মিয়া বলেন, জাহিদ আমার সহপাঠী। সে ইদানিং মাদক সেবন ও বহন করে। এ বিষয়ে তাকে বাধা নিষেধ দিই এবং স্যারের কাছে অভিযোগ দেয়ার কথা বললে আমাকে মারধর করার হুমকি দেয়। গত সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টার সময় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে সৈয়দ আহমদের কবরের পাশে নাপিতেচর গ্রামের মোঃ কাসেম মিয়ার ছেলে মোঃ জাহিদসহ ইকবাল, মোঃ কাসেম, মোঃ নাছু ও মোঃ মেরাজ মিলে দেশীয় অস্ত্রাদী নিয়ে আমার উপর হামলা চালায়। পরে আহতবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কুলিয়ারচর সরকারি হাসপাতালে ভর্তি করে।
উক্ত মানববন্ধনে ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিনসহ বক্তারা শিক্ষার্থীর উপর হামলার জড়িতদের দ্রুত বিচারের জন্য
উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানান।
এ ঘটনায় অভিযুক্ত জাহিদ বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি মাদক সেবন ও বহন করি কিনা তা আমার এলাকাবাসীর কাছে খবর নিলেই প্রমাণ পাবেন৷
অভিযুক্ত ইকবাল বলেন, আসলে প্রকৃত ঘটনাটি অন্যদিকে নিয়ে যাওয়ার জন্যই সাজানো নাটক করা হচ্ছে।
এ ঘটনায় কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন পিপিএম বলেন, ফরিদপুরে মানববন্ধনের বিষয়ে থানা পুলিশ অবগত নন।
Leave a Reply