নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় এফআইআর ভূক্ত আসামী আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান বাবুল মিয়া(৫২)কে গ্রেফতার করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। (২৮অক্টোবর) সোমবার দুপুরে শহরের হাজি আসমত সরকারি কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মো.বাবুল মিয়া (৫২) গোছামারা গ্রামের মৃত জহুরুল হকের ছেলে। সে শিমুলকান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
ভৈরব র্যাব ক্যাম্প সূত্রে জানায়, গেল ১৯ জুলাই ভৈরবে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিলে দুস্কৃতিকারীরা হামলা করে এতে বেশ কিছু লোক আহত হয়। হামলার ঘটনায় আলম সরকার (৪২) বাদী হয়ে গেল ২৭আগষ্ট ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পরে র্যাব অভিযান পরিচালনা করে জড়িতদের গ্রেফতার করছে। সেই পেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় বাবুল মিয়াকে গ্রেফতার করেছে। সেই সাথে তাদের অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভৈরব থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply