ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে সরকারি মূল্যতালিকা ছাড়া অধিক মূল্যে পণ্য বিক্রি ও ফুটপাত দখল করার অপরাধে পাঁচটি মুদি দোকানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে পৌর শহরের গাছতলাঘাট কাঁচা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেদওয়ান আহমেদ রাফি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যতালিকা না রেখে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করছে। এ অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে ফুটপাত দখলকারি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। তিনি আরও জানান, বাজারে মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে।
অভিযানে সহযোগিতা করেন পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা বেগম ও থানা পুলিশের একটি টিম। এছাড়া সচেতন ছাত্র সমাজের শিক্ষার্থীরাও উপস্থিত থেকে অভিযানে অংশগ্রহণ করেন।
Leave a Reply