ভৈরব প্রতিনিধি
থানাসহ ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লুট হওয়া মালামাল সংগ্রহের অভিযানে কিশোরগঞ্জের ভৈরবের বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্ররা। সোমবার (১২ আগস্ট) বেলা ১২ টায় শহরের ভৈরবপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার হওয়া বিভিন্ন মালামাল ভৈরব সেনাবাহিনীর লেঃ কর্ণেল আফরিনের কাছে হস্তান্তর করে ছাত্ররা।
জানা যায়, গেল ৫ আগস্ট সরকার পতনের পর ভৈরবের থানা কর্যালয়গুলো সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ভঙচুর করে দুষ্কৃতিকারীরা। ঘটনার পর থেকে ভৈরবের বৈষম্যবিরোধী ছাত্ররা লুট হওয়া অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনীর কাছর জমা দিয়েছেন। আজ সকালে বাকী সরঞ্জামগুলো উদ্ধার তৎপরতা চালিয়ে অস্ত্র, রাবার বুলেট, ফ্রিজ, মোটরসাইকেল সরঞ্জাম, পুলিশের হেলমেট, দরজা, জানালাসহ অসংখ্য মালামাল পাওয়া যায়।
এ বিষয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলকারী শিক্ষার্থী জয় ও মাহিউদ্দিন বলেন, ৫ আগস্ট এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভৈরবের থানাগুলোসহ বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর করে লুটপাট করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন থেকেই আমরা লুট হওয়া মালামাল সংগ্রহ ও উদ্ধার করছি। এখন নাম গোপন রেখে কাজ করছি। আমাদের দ্বারা তাদের কোন ক্ষতি হবে না। যদি স্বেচ্ছায় সবাই মালামাল ফিরিয়ে দেয় আমর পরবর্তীতে আইনগত ব্যবস্থা নিবো।
এ বিষয়ে ভৈরব সেনাবাহিনীর লেঃ কর্ণেল আফরিন বলেন, ভৈরব আপনাদের। ভৈরব শহরকে আগেরমত স্ব অবস্থানে ফিরিয়ে আনতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। দ্রুত সময়ের মধ্যে ভৈরব থানা সংস্কার হয়ে যাবে।
Leave a Reply