ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে র্যাব পুলিশের যৌথ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলা করার মামলায় দুই আসামী কবির হোসেন(৫২) ও মোঃ মুরশিদ(৪৫)কে গ্রেফতার করেছে। (৯ অক্টোবর) বুধবার সকালে ফেরিঘাট এলাকা থেকে কবির হোসেন ও কালিপুর দক্ষিণ পাড়া এলাকা থেকে মোঃ মুরশিদকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত কবির হোসেন কালিপুর দক্ষিণ পাড়া এলাকার মৃত এলু মিয়ার ছেলে ও মোঃ মুরশিদ একই এলাকার মৃত সৈয়দ মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ শহিদুল্লাহ।
মামলার বিবরণে জানাযায়, পৌর শহরের লক্ষীপুর এলাকায় এবং কমলপুর এলাকায় গেল ১৯ জুলাই ছাত্র আন্দোলনের সময় বিকেল ৪টায় এজাহার নামীয় আসামী কবির হোসেন ও মোঃ মুরশিদসহ এজাহার নামীয় অন্যান্য আসামীগন বে-আইনী জনতাবদ্ধে রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেল সহ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের উপর হামলা করে।
উক্ত বিষয়ে মামুন মিয়া ও আলম সরকার বাদী হয়ে ভৈরব থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন।
র্যাব ক্যাম্প সূত্রে জানায়, উক্ত মামলা রুজু পরবর্তীতে এজাহার নামীয় উপরোক্ত আসামিসহ এজাহার নামীয় অন্যান্য আসামিগণ গ্রেফতার এড়াতে অজ্ঞাতস্থানে পলাতক থাকে। আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে মামলা রুজু পরবর্তী সময় হইতে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরে পলাতক থাকা উপরোক্ত এজাহার নামীয় আসামীদের অবস্থান সম্পর্কে বিভিন্ন তথ্যের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্প ও পুলিশের যৌথ অভিযানে বুধবার ফেরীঘাট ও কালিপুর এলাকা থেকে দুই আসামীকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ শহিদুল্লাহ জানায়, উক্ত মামলার ঘটনায় জড়িত গেল দুই দিনে চারজন ও আজ দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য আসামীদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত আছে।
তিনি আরও জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আসামীগণ উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে। এবং পরে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply