ভৈরবে যৌথবাহিনীর বিশেষ অভিযানে মাদকসহ দুই কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে যৌথবাহিনীর বিশেষ অভিযানে দুই মাদক কারবারিসহ বিপুল পরিমাণ মাদক আটক করা হয়েছে।( ১ অক্টোবর)মঙ্গলবার রাত থেকে (২অক্টোবর) বুধবার দুপুর পর্যন্ত পৌর শহরের রাণীবাজার ও ঘোড়াকান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা, ফেন্সিডিল, স্কাফ ও বিদেশী মদ জব্দ করা হয়। পরে আজ বুধবার (২ অক্টোবর) ভৈরব থানায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তথ্য জানান ভৈরব সেনাবাহিনী ক্যাম্পের মেজর সানজিদুল ইসলাম। আটককৃত আসামীরা হলেন পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার সাত্তার মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩২) ও একই এলাকার বাবুল মিয়ার কলোনির বাড়াটিয়া আলতাফ মিয়ার ছেলে জুনায়েদ (৩০)।
এসময় উপস্থিত ছিলেন ভৈরব র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ, ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হাসমত উল্লাহ।
প্রেস ব্রিফিং থেকে জানা যায়, ভৈরব শহরের মাদকের বয়াবহতা রোধে সেনাবাহিনী ও র্যাবের বিশেষ টিম যৌথ অভিযান পরিচালনা করেন। ১ অক্টোবর রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে রানী বাজার এলাকা থেকে মাদক কারবারি সাইফুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার দেয়া তথ্যমতে মাদক ব্যবসায়ী সাইফুলের ব্যবসা প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ প্যাকেট গাঁজা, ১৮৪ বোতল ফেন্সিডিল, ৩০৭ বোতল স্কাফ ও ২২ বোতল বিদেশী মদ ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৭৮ হাজার টাকা জব্দ করা হয়। এ ছাড়াও তার প্রতিষ্ঠান থেকে দেশীয় অস্ত্র, মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এদিকে সাইফুলের দেয়া তথ্যমতে আজ ২ অক্টোবর সকালে ঘোড়াকান্দা এলাকায় বাবুল মিয়ার কলনিতে অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেন্সিডিলসহ জুনায়েদ মিয়াকে আটক করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব সেনাবাহিনী ক্যাম্পের মেজর সানজিদুল ইসলাম বলেন, সেনাবাহিনীর সদস্যরা ও র্যাব সদস্যদের নিয়ে গঠিত যৌথবাহিনী এটি টিম যৌথ অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ২৮১ বোতল ফেন্সিডিল, ৩০৭ বোতল স্কাফ, ২২ বোতল বিদেশী মদ ও দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি সাইফুল ও জোনায়েদকে আটক করেছে। সাইফুল ও জোনায়েদ চিন্থিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে ভৈরব থানায় একাধিক মামলা রয়েছে। অপরদিকে ভৈরবে শীর্ষ সন্ত্রাসী বিজন ও তার ভাই শাওনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে আজ ২ অক্টোবর দুপুরে থানা পুলিশের মধ্যমে তাদেরকে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply