ভৈরবে সিগারেটের নকল মোড়ক ও ব্যান্ডুল ব্যবহার, ফ্যাক্টরিকে দুই লাখ টাকা অর্থদন্ডসহ ৪ কোটি ৪০ লাখ টাকার সিগারেট জব্দ
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে যৌথ বাহিনীর অভিযানে নকল ব্যান্ডুল ও স্ট্যাম্প ব্যবহারের দায়ে একটি সিগারেট ফ্যাক্টরিকে দুই লাখ টাকা অর্থদন্ড আদায়সহ ৪ কোটি ৪০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে ।
(২৪ সেপ্টেম্বর) মঙ্গলবার সন্ধায় উপজেলার শম্ভুপুর এলাকার তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো কোম্পানিতে দিনব্যাপী যৌথবাহিনীর অভিযানে অর্থদন্ড আদায়সহ নকল ব্যান্ডুল, স্ট্যাম্প ও সিগারেন্ট জব্দ করা হয়।
জানা যায়, চট্রগ্রামের বাসিন্দা লিটন মিয়ার মালিকাধীন ভৈরবের শুম্ভুপুর এলাকার তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো কোম্পানিতে বিভিন্ন ব্যান্ডের উৎপাদিত সিগারেটে কাস্টমস এক্সেস এন্ড ভ্যাট ফাঁকি দেওয়ার অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়। যৌথ বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন নামীদামী নেক্সাস, অরিস, পিয়াকক, স্মার্ট ব্রাক, স্পেশাল ফিলটার ক্লাসিক্যাল, সানামার ব্যান্ডের সিগারেট উৎপাদন ও নকল মোড়ক ও ব্যান্ডুল ব্যবহারের দায়ে ভৈরবের তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো কোম্পানিকে নগদ দুই লাখ টাকা জরিমানা আদায়সহ ৪ লাখ ৫৮ হাজার ৮ শত ২৯ প্যাকেট বিভিন্ন ব্যান্ডের সিগারেট, ব্যান্ডুল ও স্ট্যাপ জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৪ কোটি ৪০ লাখ টাকা ।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুওয়ান আহমেদ রাফি জানান, সিগারেট ফ্যাক্টরিতে নকল মোড়ক ও ব্যান্ডুল ব্যবহারের দায়ে ফ্যাক্টরিকে নগদ ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ৪ কোটি ৪০ লাখ টাকার বিভিন্ন ব্যান্ডের সিগারেট জব্দ করা হয়েছে।
যৌথবাহিনীর অভিযানে উপস্থিত ছিলেন, ঢাকা পূর্বাঞ্চলের রাজস্ব কর্মকর্তা তাহমিদ আহমেদ, নরেশ চাকমা, ঢাকা পূর্বাঞ্চলের কাস্টমস এক্সেস এন্ড ভ্যাট ঢাকা পূর্বাঞ্চলের ডেপুটি কমিশনার সোহেল রানা, ভৈরব সেনা কাম্পের কমান্ডিং অফিসার লেফন্ট্যান্ট কর্নেল ফারহানা আফরীন, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদওয়ান আহমেদ রাফি, র্যাব ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ শহিদুল্লাহ, ভৈরব থানার তদন্ত কর্মকর্তা মো.শাহিন প্রমূখ।
Leave a Reply