আগুন প্রতকী ছবিকুলিয়ারচর বাজারে ভয়াবহ আগুন
৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কুলিয়ারচর বাজারে ভয়াবহ আগুনে দুটি চালের দোকান পুড়ে গেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটে।
জানা যায়, রাত ১২টার দিকে মেসার্স সুজন ট্রেডার্স ও দ্বীন ইসলামের চালের দোকানে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লাগে। পথচারীরা বিষয়টি দেখে কুলিয়ারচর ফায়ার সার্ভিসকে জানান। তাৎক্ষণিক কুলিয়ারচর ফায়ার সার্ভিস কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এতে সুজন ট্রেডার্সসহ পার্শ্ববর্তী দুটি মুদির দোকান পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডে ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে।
Leave a Reply