ভৈরবে কফি হাউজে অনৈতিক কাজ, ৪২ শিক্ষার্থীকে আটকের পর মুচলেকায় মুক্তি
জানা যায়, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সেতু সংলগ্ন মানিকদী এলাকার আটটি রেস্টুরেন্টে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। তথ্য ছিল শিক্ষার্থীরা স্কুল-কলেজ ফাঁকি দিয়ে এসব রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে। অভিযানে অভিযোগের সত্যতা পায় সেনাবাহিনী। সেখানে রেস্টুরেন্টের প্রতিটি কক্ষ কাপড় দিয়ে ঘেরা ছিল। এসময় অনৈতিক কার্যকলাপরত অবস্থায় ৪২ শিক্ষার্থীকে আটক করা হয়। পরে অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কর্নেল ফারহানা আফরিন বলেন, ছেলেমেয়েরা কখন কোথায় যাচ্ছে তা অভিভাবকদের নজর রাখতে হবে। শিক্ষার্থীদের অভিভাবকসহ সবার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া রেস্টুরেন্ট মালিকরা এ ধরনের কোনো কার্যকলাপ পরিচালনা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
Leave a Reply