দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষককে সাময়িক অব্যাহতি
শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ অহিদুর রহমানের বিরদ্ধে দুর্নীতির অভিযোগে সাময়িক অব্যাহতি দিয়েছে ভৈরব উপজেলা প্রশাসন। সেই সাথে তার অবর্তমানে অত্র প্রতিষ্ঠানের সার্বিক পরিচালনার স্বার্থে সহকারী প্রধান শিক্ষক সাফায়াত হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও আজিজুল হককে ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক হিসেবে সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে। সেই আনন্দে (১৫ সেপ্টেম্বর) রবিবার দুপুরে প্রধান শিক্ষকের হাতে উপজেলা নির্বাহী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনার বিষয়ের কার্য-বিবরণী বহির অংশ তুলে দিয়ে সংবাদ সম্মেলন করেছে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনার বিষয়ের কার্য-বিবরণী বহির আলোচ্য বিষয়গুলো তুলে ধরেন। উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন,গেল ১২ সেপ্টেম্ব বৃহস্পতিবার দুপুরে অত্র বিদ্যালয়ের বর্তমান সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ রিদোয়ান আহমেদ রাফি’র সভাপতিত্বে এক জুরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গেল ২৫ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বও পর্যন্ত প্রধান শিক্ষক মোঃ অহিদুর রহমানকে কেন্দ্র করে বিদ্যালয়ের বিদ্যমান অস্থিতিশীল পরিবেশ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুর রহমানের বিরদ্ধে আনীত সুনির্দিষ্ট অভিযোগ সমূহের ভিত্তিতে উপস্থিত সদস্যেদের সর্বসম্মতি ক্রমে বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্থের সিদ্ধান্ত গৃহীত হয় এবং তাৎখনাক এ সিদ্ধান্ত কার্যকরী করার সিদ্ধান্ত গৃহিত হয়।
বর্তমানে বিদ্যালয়ের সার্বিক পরিচালনার স্বার্থে বর্তমান সহকারী প্রধান শিক্ষক মোঃ সাফায়েত হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আজিজুল হককে ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করার সিট সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া সহকারী শিক্ষক শরিফ সরকারের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত সর্বসম¥তি ক্রমে গৃহীত হয়। এবং সুষ্ঠু তদন্তের লক্ষ্যে শক্ষিকুল ইসলাম (অভিবাবক সদস), ম্যামেজিং কমিটি,ফেরদৌসী জামান (সিনিয়র শিক্ষক অত্র বিদ্যালয়),ফারজানা ইয়াসমীন (সিনিয়র শিক্ষক অত্র বিদ্যালয়) কে দায়িত্ব দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা আরও বলেন,আজ থেকে আমাদের আন্দোলন কর্মসূচী এখন থেকে শেষ করে দিয়েছি। এর পরেও যদি কোন শিক্ষার্থী আন্দোলন করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করার চেষ্ঠা করে তাহলে আমরা আমাদের শিক্ষকদের সাথে আলোচনা করে টিসি দিয়ে বের করে দেওয়া হবে। আর শিক্ষক যদি আবার দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়ে তাহলে অহিদ সারের মতো পরিনীত হবে ।
জানা যায়, ভৈরব পৌর শহরে কমলপুরে অবস্থিত কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল এন্ড কলেজ। আওয়ামী লীগ সরকার পতনের আগে থেকেই অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে আন্দোলন করে শিক্ষার্থীরা। পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ অহিদুর রহমানের দুর্নীতি-অনিয়ম নিয়ে কয়েক দিন ধরে শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করে যাচ্ছে। পরে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এ বিষয়ে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিন সদ্যসের একটি তদনÍ কমিটি গঠন করে দেয়। তদন্ত কমিটি সব কিছু যাছাই বাছাই করে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ মোঃ অহিদুর রহমানের বিরুদ্ধে সত্য প্রমাণীত হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃ রিদোয়ান আহমেদ রাফি মোঃ অহিদুর রহমানকে সাময়িক অব্যহত দিয়েছেন।
Leave a Reply