নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে হাজি জহির উদ্দীন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ অহিদুর রহমানের বিরুদ্ধে দূনীর্তি, অর্থ আত্নসাতসহ নানা অভিযোগ তাকে অপসারণের দাবীতে লিখিত অভিযোগ দাখিলের পর ও অপসারন না করায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের মাঝে চরম ক্ষােভ দেখা দিয়েছে।
এদিকে শিক্ষকরা অনিদিষ্ট কালের জন্য কর্ম বিরতি পালন করছে। ফলে শিক্ষার্থীদের পাঠ দান ব্যাহত হচ্ছে । তবে উপজেলা প্রশাসন থেকে ৩ সদস্যের ১ টি কমিটি গঠন করা হলে ও কমিটি তার বিরুদ্ধে এখনো কোন ধরনের কার্যকর ব্যবস্থা না নেয়ায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভসহ আন্দোলন চালিয়ে যাচ্ছে। দ্রূত তাকে অপসারন করা না হলে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক অহিদুর রহমান ২০১৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত গত ৯ বছরে দায়িত্ব পালন কালে পরিচালনা পর্ষদের সভাপতির সাথে যোগসাজশ করে করোনাকালে ক্যান্টিন বন্ধ থাকলেও ক্যান্টিন নির্মাণ, রক্ষণা-বেক্ষণ, বিভিন্ন সামগ্রী ক্রয়, সিড়ি নিমার্ণ,,একাদশ শ্রেণীর পাঠ দানের অনুমতি, গাইড বই পাঠ্য করা, অনুপস্থিত শিক্ষকের মাসের বেতন উত্তোলন করে আত্মসাত,শিক্ষক কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শনসহ ১৭টি অভিযোগ এনে তাকে চাকরি থেকে অপসারন করে আইনানুগ ব্যবস্থা নিতে বিদ্যালয়ের অভিভাবকেরা উপজেলা প্রশাসন বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়া শিক্ষার্থীরা তার অপসারন দাবী করে গত ২ সপ্তাহ যাবত আন্দোলন কর্মসূচী চালিয়ে যাচ্ছেন।
বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সীমাহীন দূর্নীতির অভিযোগ এনে তাকে অবাঞ্চিত ঘোষণা করে সংবাদ সম্মেলন করে তাকে অপসারন করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগ দিয়ে স্কুল এন্ড কলেজের পাঠদান ফিরিয়ে এনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টির দাবী জানান।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক ও অধ্যক্ষ মোঃ অহিদুর রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা,ষড়যন্ত্র ও বানোয়াট বলে দাবী করেন। তাছাড়া অভিযুগের তদন্ত হচ্ছে তিনি জবাব দিয়েছেন বলে ও জানান ।
এ বিষয়ে তদন্ত কমিটির আহবায়ক ও উপজেলা প্রাণী সম্পদ ও ভ্যাটেরিনারী সার্জন ডাঃ মনিরুজ্জামান তরফদার জানান, প্রধান শিক্ষক অহিদুর রহমানের অনিয়ম দূর্নীতির বিষয়ে বিদ্যালয়ের অভিভাবকদের কাছ থেকে ইউএনও স্যারের কাছে লিখিত অভিযোগ এসেছে। স্যারের আমাকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছে। আমরা তদন্ত করছি। তদন্ত শেষ হলে স্যারের কাছে রিপোর্ট পেশ করবো। পরে স্যার ব্যবস্থা নিবেন।
Leave a Reply