ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম।
(১০ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে তেলের ডিপো ঘাটের ভাঙ্গন এলাকায় ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি ও ব্যবসা-প্রতিষ্ঠান হারানো ২০টি পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরন করেন। এসময় পরিদর্শন করে পরিবারের খোঁজ খবর নিয়েছেন উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহীন, সাধারন সম্পাদক ভিপি মুজিবুর রহমানসহ দলীয় নেতা-কর্মীরা।

নগদ অর্থ বিতরণ
এ সময় শরীফুল আলম বলেন, নদী ভাঙ্গনে বেশ কিছু ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে মানুষ নিঃস্ব হয়ে গেছে । ভাঙ্গনের ঝুকিঁতে রয়েছে জ্বালানি তেলের ২টি ডিপোঘাট,২টি রেলওয়ে সেতু ও ১টি সড়ক সেতু এবং গুরুত্বপূর্ণ সরকারি খাদ্য ও সার গোডাউনসহ বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা। এসব গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার্থে সরকার যেন ভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপ নেয় সরকারের কাছে সেই দাবী জানান ।
Leave a Reply