ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেনের ধাক্কায় নারী ও পুরুষ সহ ২ জন নিহত হয়েছে। তবে এখনো পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি ।
(৮ সেপ্টেম্বর) রবিবার ভৈরব রেলওয়ে স্টেশনের আউটারের মুক্তিযোদ্ধা সরণী এলাকায় এই দূর্ঘটনা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়, আজ রবিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী আন্তঃনগর সূবর্ণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেল লাইন থেকে নীচে সিটকে পড়ে নারী ও পুরুষ ২ জন গুরুতর আহত হয়। খবর পেয়ে ভৈরববাজার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নারী কে মৃত ঘোষণা করে। তাছাড়া দুপুর ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় অপর এক পুরুষ মারা যায়।
এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল অহমদে জানান, সকাল সাড়ে ৯ টার দিকে ফায়ার সার্ভিসের লোকজন মূমূর্ষ অবস্থায় ১ জন নারী ও ১ জন পুরুষকে হাসপাতালে নিয়ে আসলে নারী কে মৃত অবস্থায় পাওয়া যায় । এছাড়া চিকিৎসাধীন অবস্থায় পরে পুরুষটিও মারা যায়।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক আকবর জানান, এখনো মরদেহর কোন পরিচয় পাওয়া যায়নি। পরিচয় পাওয়া গেলে বা নিহতদের আত্মীয়-স্বজনদের সাথে কথা বলে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে ।
Leave a Reply