ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে অনিক হাসান(২৬) নামে এক যুবক নিহত হয়েছে। এছাড়া একজন যুবক গরুতর আহত হয়েছে। (১ সেপ্টেম্বর) রবিবার বিকাল ৫ টার সময় ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং আহত যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। নিহত যুবক অনিক হাসান নরসিংদী জেলার শিবপুর উপজেলার দত্তেরগাঁও মধ্যপাড়া এলাকার আশিকুর রহমানের ছেলে।
রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম সিকদার বলেন, সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেন থেকে চলন্ত অবস্থায় নামতে গিয়ে অনিক হাসান নামে (২৬)ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় অজ্ঞাত আরো একজন আহত হয়। আহত যুবককে আশংকাজনক অবস্থায় সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।।
Leave a Reply