রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় গতকাল সোমবার রাতে কামাল আহমেদ (৩৮) নামের আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কামাল আহমেদ মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদবিষয়ক সম্পাদক ছিলেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার সাহা আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, কামাল আহমেদ সপরিবারে কাটাসুর এলাকায় থাকতেন। গতকাল রাত পৌনে ৯টার দিকে তিনি নিজের ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে কাটাসুর এলাকার একটি বাসায় লুডু খেলছিলেন। সে সময় দুর্বৃত্তরা অতর্কিতে এসে তাঁকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
Leave a Reply