নিজস্ব সংবাদদাতা
কিশোরগঞ্জে নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ হাসান চৌধুরীকে। তিনি আসছেন চট্টগ্রাম রেলওয়ে থেকে। আর বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ যাচ্ছে রংপুর রেঞ্জে।
বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানিয়েছেন, মোহাম্মদ হাসান চৌধুরীকে ২৭ আগস্ট মঙ্গলবার কিশোরগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে তাঁর যোগাদান করতে হয়ত দু-চারদিন সময় লাগবে। আর বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখকে গত ২১ আগস্ট রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। নতুন পুলিশ সুপার যোগদান করার পরই তিনি রংপুরে চলে যাবেন। তিনি কিশোরগঞ্জে যোগদান করেছিলেন ২০২২ সালের ১৮ আগস্ট।
Leave a Reply