ভৈরবে গোপালগঞ্জ হামলার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
ভৈরব প্রতিনিধি
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ভৈরব হাজি আসমত কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি প্রথমে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে দুর্জয় মোড়ে গিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়। তারা টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে প্রায় ৩০ মিনিট। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
পরে রাত সাড়ে ৭টার দিকে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
এ সময় কিশোরগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক শরীফুল হক জয় সাংবাদিকদের বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের মানচিত্রে কোনো বিদেশি অঞ্চল নয়। এটা কি পাকিস্তান না ভারত হয়ে গেছে? আমরা কি আমাদের দেশের মাটিতে স্বাধীনভাবে চলতে পারব না? এনপিপির নেতারা আমাদের জাতীয় সন্তান। ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে যাদের ডাকে সাধারণ মানুষ রাজপথে নেমেছিল, তারাই আজ রক্তাক্ত। তাদের ওপর ককটেল হামলা, বাধা ও হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদেই আমরা মহাসড়ক অবরোধ করেছি।
আমাদের নেতাকর্মীদের ওপর ভবিষ্যতে কোনো ধরনের হামলা হলে আমরা ঢাকাসহ সারা দেশে কঠোর আন্দোলনের ডাক দিব।
এ সময় আন্দোলনকারীরা গোপালগঞ্জ হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যানজট সৃষ্টি হলেও পুলিশ ও আন্দোলনকারীদের আলোচনায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
Leave a Reply