ভৈরবে শ্যামল ছায়া বাসের ধাক্কায় বিভাটেক চালকসহ দুজন নিহত, আহত ২
ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী বাসের ধাক্কায় বিভাটেকের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
নিহতরা হলেন—ভৈরবপুর উত্তরপাড়ার আলী হোসেনের ছেলে বিভাটেক চালক কাইয়ুম মিয়া (৩৫) এবং বাঁশগাড়ি এলাকার মৃত জালাল মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩৮)।
সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লারচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তিন নির্মাণ শ্রমিক নিয়ে বিভাটেকটি লিংক রোডে প্রবেশ করছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতির শ্যামল ছায়া পরিবহনের একটি বাস ধাক্কা দিলে বিভাটেকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই যাত্রী জুয়েল মিয়া মারা যান। চালক কাইয়ুম মিয়াসহ অন্য তিনজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় রেফার করেন। কিন্তু ঢাকায় নেওয়ার পথে চালক কাইয়ুম মিয়ার মৃত্যু হয়।
খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ।
ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। একজনের মরদেহ উদ্ধার ও দুর্ঘটনায় জড়িত বাস ও বিভাটেক থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় ভৈরব হাইওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply