ভৈরবে গ্যাস সিলিন্ডারে গাঁজা পাচার, র্যাবের জালে
১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার এক
ভৈরব প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে অভিনব কায়দায় প্রাইভেটকারের অতিরিক্ত গ্যাস সিলিন্ডারের ভিতরে লুকিয়ে গাঁজা পাচারের সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় অভিযানে জব্দ করা হয়েছে ১২ কেজি গাঁজা।
শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের নাটালের মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে একটি প্রাইভেটকারে তল্লাশি চালায় র্যাব সদস্যরা। এসময় গাড়ির পিছনের ব্যাকডালায় বসানো অতিরিক্ত গ্যাস সিলিন্ডারের ভিতর থেকে বিশেষভাবে রাখা ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার প্রেস বিজ্ঞপ্তীতে জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রাসেল খন্দকার (৩১)। তিনি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার মধ্যম দিঘলদী গ্রামের হানিফ খন্দকারের ছেলে। বর্তমানে তিনি ঢাকার মিরপুর রূপনগর এলাকায় বসবাস করেন।
র্যাব আরও জানায়, রাসেল পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন এলাকায় অভিনব কৌশলে গাঁজা সরবরাহ করে আসছিলেন। উদ্ধারকৃত গাঁজা ও ব্যবহৃত গাড়ি জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
এই ধরনের মাদক পাচার রোধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তারা। এছাড়া মাদক ব্যবসায়ী রাসেলের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply