ঢাকায় সোহাগ হত্যাকান্ডের বিচারের দাবিতে ভৈরবে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত
ভৈরব প্রতিনিধি
ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যাকান্ডের বিচারের দাবিতে ভৈরবে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। (১২ জুলাই) শনিবার বিকেল ৫ টায় ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড় এলাকায় সর্বস্তরের জনগনের ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সমাবেশ ও প্রতিরোধ সভা করেন। এছাড়া রাত সাড়ে ৭টায় ভৈরব গণ অধিকার পরিষদ আলাদা আরেকটি মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা সোহাগ হত্যার বিচার দাবিসহ চাঁদাবাজি, দখলবাজির প্রতিবাদ করেন। এছাড়া তারা বলেন সারা বাংলাদেশে চাঁদাবাজি, দখলবাজি হচ্ছে। যদি ভৈরবের মাটিতে কেউ চাঁদাবাজি, দখলবাজি করে তাহলে তাদেরকে কঠোরভাবে দমন করার হুসিয়ারি দেন তারা। বিক্ষোভ সমাবেশ শেষ করে তারা বাসস্ট্যান্ড থেকে মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে। মিছিলে তারা বিভিন্ন শ্লোগানসহ সোহাগ হত্যার বিচার দাবি করেন। আর মশাল মিছিল দূর্জয় মোড় থেকে শুরু করে ভৈরব বাজারে শহীদ মিনারে এসে মিলিত হয়ে এক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
Leave a Reply