1. admin@drisshopat-news.com : admin :
শনিবার, ২৪ মে ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইউনিসেফের তথ্যে এখনো বন্যায় ঝুঁকিতে ২০ লাখ শিশু ভৈরবে পাদুকা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৪০টি দোকান, প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি ভৈরবে নিরাপত্তাহীনতার ছাপ: প্রতিবাদ সভার মাঝেই ঘটল ছিনতাই ভৈরবে কাঠ বোঝাই ট্রাকের চাপায় দুইজন নিহত, আহত ৫ ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাক চালক নিহত ভৈরবে কারেন্ট ও রিং জালের রমরমা ব্যবসা, জরিমানা পায় সাধারণ জেলেরা ভৈরবে মৎস্য খাদ্যে অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা মৌসুম সংকটে দেশি মাছের ঘাটতি, ভৈরবে বাড়ছে সব ধরনের মাছের দাম ভৈরবে মৌটুপী গ্রামের দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত বিকেওএ অষ্টগ্রাম উপজেলা কমিটির সভাপতি রায়হান সাঃ সম্পাদক বোরহান নির্বাচিত ক্ষমতায় এলে শিক্ষায় ৫% বাজেট দেবে বিএনপি- শরীফুল আলম”
শিরোনাম
ইউনিসেফের তথ্যে এখনো বন্যায় ঝুঁকিতে ২০ লাখ শিশু ভৈরবে পাদুকা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৪০টি দোকান, প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি ভৈরবে নিরাপত্তাহীনতার ছাপ: প্রতিবাদ সভার মাঝেই ঘটল ছিনতাই ভৈরবে কাঠ বোঝাই ট্রাকের চাপায় দুইজন নিহত, আহত ৫ ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাক চালক নিহত ভৈরবে কারেন্ট ও রিং জালের রমরমা ব্যবসা, জরিমানা পায় সাধারণ জেলেরা ভৈরবে মৎস্য খাদ্যে অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা মৌসুম সংকটে দেশি মাছের ঘাটতি, ভৈরবে বাড়ছে সব ধরনের মাছের দাম ভৈরবে মৌটুপী গ্রামের দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত বিকেওএ অষ্টগ্রাম উপজেলা কমিটির সভাপতি রায়হান সাঃ সম্পাদক বোরহান নির্বাচিত ক্ষমতায় এলে শিক্ষায় ৫% বাজেট দেবে বিএনপি- শরীফুল আলম”

ভৈরবে নিরাপত্তাহীনতার ছাপ: প্রতিবাদ সভার মাঝেই ঘটল ছিনতাই

  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৫ Time View
ভৈরবে নিরাপত্তাহীনতার ছাপ: প্রতিবাদ সভার মাঝেই ঘটল ছিনতাই
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরব শহরে জননিরাপত্তা প্রশ্নে এক ভিন্নমাত্রার উদ্বেগ দেখা দিয়েছে। ছিনতাইকারীর হাতে এক যুবকের মৃত্যুর প্রতিবাদে আয়োজিত সভা চলাকালীন এক নারীর ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনাটি যেন এই শহরের বাস্তবতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
(২৩ মে) শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় নাগরিক সমাজের ব্যানারে চলছিল বিক্ষোভ ও প্রতিবাদ সভা। বক্তারা যখন অপরাধ দমনে প্রশাসনের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছিলেন, ঠিক তখনই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুণ্ডা গ্রামের মৃত নিদু মিয়ার স্ত্রী ফরিদা বানু নামে এক নারী কান্নাজড়িত অবস্থায় সভাস্থলে এসে জানান, মাত্র কিছুক্ষণ আগে ব্রিজের কাছে তার মোবাইল ও টাকা ছিনতাই হয়েছে।
তিনি বলেন, মেয়েরে ডাক্তার দেখাইতে আইছিলাম। হঠাৎ কয়েকজন ছুরি দেখাইয়া থামায়া মোবাইল আর টাকাটা ছিনাইয়া লইয়া গেল। আমি কিছুই করতে পারি নাই। তার কাছ থেকে নগদ ৩০০/ টাকা ও বাটন মোবাইল ছিনিয়ে নেয়।  এই ঘটনায় সভাস্থলে মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ভৈরব প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান বলেন, এই শহরে এখন মানুষ নির্ভয়ে হাঁটতেও পারে না। সভা চলাকালেই যদি এমন ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক বলেন, প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘটছে, অথচ প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। আমরা শুধু খবর সংগ্রহ করি না, আমরা নিজেরাও আতঙ্কে থাকি।
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আল মামুন বলেন, শুধু বক্তৃতা নয়, বাস্তব ব্যবস্থা নিতে হবে। প্রশাসনের পদক্ষেপ না দেখলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।
চেম্বার অব কমার্সের পরিচালক তানভীর আহমেদ বলেন, ভৈরব একটি গুরুত্বপূর্ণ বানিজ্যিক শহর। এখানে আগে ভৈরবপুর ছিনতাই মুক্ত করতে হবে তাহলেই সারা ভৈরব ছিনতাই মুক্ত হবে বলে আমি মনে করি।
তিনি আরও বলেন, আমাদের ভৈরবপুরের নেতাদেরকে বলছি আমরা ভৈরবের স্বার্থে ভুলে যায় কে আমার ভাই,করে আমার ভাতিজা,করে আমার ছেলে। আমাদের এই ছেলেদের জন্যই আজ ভৈরব কলংকিত হচ্ছে।
এই শহরেই মাত্র দুই দিন আগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন ট্রাকচালক মো. সজীব (২২)। তার ভাই ইব্রাহিম মিয়া বলেন, ভাই প্রকৃতির ডাকে সাড়া দিতে নামতেই কয়েকজন ছিনতাইকারী ঘিরে ধরে। সব দিয়ে দেওয়ার পরও তারা ছুরিকাঘাত করে রেখে যায়। আমি আমার ভাই হত্যার বিচার চাই।
ভৈরব প্রেসক্লাবের সদস্যসচিব সোহেলুর রহমান বলেন, বাসস্ট্যান্ডে র‍্যাব অফিস থাকার পরও যখন ছিনতাই কমে না, তখন বুঝতে হবে সমস্যা কত গভীরে। এখন সাধারণ মানুষকেই এগিয়ে এসে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ভরসা রেখে আর বসে থাকা যাবে না। আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে।
তিনি আরও বলেন আমরা ছিনতাইকারীর তালিকা র‍্যাব ক্যাম্প ও থানায় দিবো। যদি তারা পদক্ষেপ না নেয় তাহলে আমরা তাদের আগুন- পানি বন্ধ করে দেব।
ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে। চারজনকে শনাক্ত করা হয়েছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে নাগরিকদের প্রশ্ন, কেবল ঘটনা ঘটার পর ব্যবস্থা নিয়ে কতটুকু লাভ? প্রতিরোধমূলক পদক্ষেপ না নিলে কি ভৈরবের রাস্তায় আর শান্তি ফিরবে?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category


Development: BTMAXHOST