হাঁস চুরির অভিযোগে মারধর: ভৈরবে প্রাণ গেল এক যুবকের
ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে হাঁস চুরির অভিযোগে মারধর ঘটনায় জনি নামে এক যুবকের রহস্য জনক মৃত্যুর ঘটনা ঘটেছে । নিহত যুবক পৌর শহরের কালিপুর এলাকার জয়নাল মিয়ার ছেলে। (২৪ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের কালিপুর নয়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের অভিযোগ পাশ্ববর্তী বাড়ির হারুন মিয়ার ছেলে আল আমিন পিটিয়ে ইদুরের ট্যাবলেট খাওয়নোর পর অসুস্থ্য হয়ে জনির মৃত্যু হয়েছে। এ দিকে প্রতিপক্ষের দাবী মায়ের বকাবকিতে নিজ ঘরে ইদুরের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে জনি।
এলাকাবাসীরা জানান, বুধবার ২৩ (এপ্রিল) পাশ্ববর্তী বাড়ির হারুন মিয়ার ঘর থেকে ৭টি হাঁস চুরি হয়। এ ঘটনায় নিহত জনিকে
হারুন মিয়ার পরিবার সন্দেহ করে। পরে চুরির অপবাদ দিয়ে হারুন মিয়ার ছেলে আল আমিন জনিকে ডেকে নিয়ে মারপিঠ করে। এতে জনি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসা জন্য বাজিতপুর জহরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে জনির মৃত্য হয় ।
এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল আহম্মেদ বলেন, একটি মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply