ভৈরবে পেট কেটে অপারেশন না করেই সেলাই, হাসপাতালে চিকিৎসা গাফিলতির অভিযোগ
ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার নামে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অপারেশনের জন্য রোগীর পেট কেটে পরে অপারেশন না করেই সেলাই করে বেডে ফেরত পাঠানোর অভিযোগ উঠেছে ‘মেডিল্যাব জেনারেল হাসপাতাল ও ডায়াবেটিস সেন্টার (প্রা.)’-এর বিরুদ্ধে।
ভুক্তভোগী শিল্পী বেগম (৩৮) নরসিংদীর পটিয়া গ্রামের বাসিন্দা এবং প্রবাসী মাসুম মিয়ার স্ত্রী। পেটে তীব্র ব্যথা নিয়ে গত ১৬ এপ্রিল সকালে ভর্তি হন ভৈরব শহরের নিউটাউন মোড়ের এই হাসপাতালে।
হাসপাতাল কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষার পর জানান, রোগীর পেটে টিউমার রয়েছে এবং অবস্থা জটিল হওয়ায় জরুরি ভিত্তিতে অপারেশন করতে হবে। গেল ১৭ এপ্রিল রাতে অপারেশনের জন্য তাকে নেয়া হয় অপারেশন থিয়েটারে। কিন্তু অপারেশন না করেই পেট সেলাই করে তাকে বেডে ফিরিয়ে দেওয়া হয়।
রোগীর মেয়ে তানজিনা বলেন, “৫০ হাজার টাকার চুক্তিতে অপারেশন করা হয়। কিন্তু অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে ডাক্তাররা জানান, টিউমার অন্যান্য অঙ্গের সঙ্গে পেঁচিয়ে আছে। তাই তারা অপারেশন না করে পেট সেলাই করে দিয়েছেন। এখন আমার প্রশ্ন, যদি অপারেশন না করাই হয়, তাহলে পেট কাটলো কেন?”
রোগীর মা আলিয়া খাতুন বলেন, “আমরা চিকিৎসার জন্য ভরসা করে এখানে এনেছিলাম। অপারেশন করতে না পারলেও রোগীর পেট কেন কাটা হলো—এই প্রশ্নের জবাব এখনও আমরা পাইনি। আমাদের চাপে পরে হাসপাতাল কর্তৃপক্ষ ভুল স্বীকার করে লিখিত প্রতিশ্রুতি দিয়েছে ঢাকায় চিকিৎসায় সহযোগিতা করবে।”
এ বিষয়ে দায়িত্বরত চিকিৎসক ডা. কে এন এম জাহাঙ্গীর আলম বলেন, “অপারেশনের সময় দেখা যায়, টিউমার পেটের ভিতরের অন্যান্য অঙ্গের সঙ্গে পেঁচিয়ে আছে। অপারেশন করলে জীবন ঝুঁকি ছিল। তাই পেট কেটে দেখে অপারেশন স্থগিত করা হয়। রোগীকে এখন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে বলা হয়েছে, আমরা প্রয়োজনীয় সহায়তা করবো।”
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কিশোর কুমার ধর বলেন, “বিষয়টি আমরা গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে। অনেকেই বলছেন, অপারেশন থিয়েটারে গিয়ে অপারেশন না করে পেট সেলাই করে দেওয়ার ঘটনা চিকিৎসা নৈতিকতার চরম লঙ্ঘন। দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
Leave a Reply