ভৈরবে ৫০ হাজার টাকা দিয়েও মিথ্যা মামলার আসামী অটোরিকশাচালক দম্পতি: এসআই ও সোর্সের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে নিরীহ অটোরিকশাচালক মোহাম্মদ আলী ও তার স্ত্রী স্মৃতি বেগম ৫০ হাজার টাকা দেওয়ার পরও মাদকের মিথ্যা মামলার আসামী হয়েছেন বলে অভিযোগ উঠেছে। (১৭ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, ভৈরব উপজেলা শাখা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মোহাম্মদ আলী, তার মা মাজেদা বেগম, স্ত্রী স্মৃতি বেগম ও স্বজনরা।
সংবাদ সম্মেলনে তারা জানান, গত ৮ মার্চ ভৈরব থানার এসআই শ্যামল চন্দ্র দেবনাথ কালীপুর গ্রামে আকবর আলীর বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করেন। এরপর এসআই শ্যামল চন্দ্র দেবনাথের সোর্স আওয়াল মিয়ার মাধ্যমে মোহাম্মদ আলী ও তার পরিবারের ৭/৮ জনের বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে ৭০ হাজার টাকা দাবি করা হয়। এ টাকার মধ্যে ৩৫ হাজার টাকা নেন এসআই শ্যামল এবং ১৫ হাজার টাকা নেন এসআই আল মামুন। বাকি ২০ হাজার টাকা আওয়াল মিয়া নিজেই রেখে দেন, তবে পরবর্তীতে চাপের মুখে তা ফেরত দেন বলে দাবি করেন মোহাম্মদ আলী।
তারা আরও অভিযোগ করেন, মূলত আকবর আলী ও তার স্ত্রী রুবি শীর্ষ মাদক কারবারি হওয়া সত্ত্বেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে এসআই শ্যামল মোটা অংকের ঘুষের বিনিময়ে নিরীহ পরিবারের বিরুদ্ধে মাদক মামলা রুজু করেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে এসআই আল মামুনকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
মোহাম্মদ আলীর মা মাজেদা বেগম অভিযোগ করে বলেন, “আমার ছেলে মাদক ব্যবসায়ী আকবর ও তার স্ত্রী রুবির বিরুদ্ধে সত্য কথা বলায় তারা ও তাদের মেয়ে আমাকে নির্যাতন করছে এবং হত্যার হুমকি দিচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
তিনি আরও অভিযোগ করেন, “পুলিশ নিরপেক্ষ তদন্ত না করে মাদক ব্যবসায়ীদের ঘনিষ্ঠজনদের সাক্ষী বানিয়ে নির্দোষদের ফাঁসানোর চেষ্টা করছে।
তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে যোগাযোগ করা হলে এসআই শ্যামল চন্দ্র দেবনাথ ফোনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন এবং দেখা করতে বলেন।
এদিকে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাসান চৌধুরী জানান, “মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। যদি কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকে বা তদন্তে তার সংশ্লিষ্টতা প্রমাণিত হয়, তাহলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply