ভৈরবে বজ্রপাতে আহত তিন নারী
ভৈরব প্রতিনিধি
কাজ করছিলেন উঠানে, সূর্যের আলোয় শুকোচ্ছিল নতুন কাটা ধান। হঠাৎ করেই বদলে যায় আকাশের রঙ। শুরু হয় মেঘের গর্জন, তারপর প্রবল বজ্রপাত। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিন নারী। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মঞ্জুর নগর গ্রামে। এসময় এক নারী গুরুতর হয়ে হাসপাতালে ভর্তি আর দুজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে সাদেকপুর ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী গ্রামে ঘটে এই দুর্ঘটনা। আহত নারীরা হলেন—বাবলু মিয়ার স্ত্রী পান্না বেগম (২০), আবদুর রহমানের স্ত্রী কনা বেগম (৩০), এবং এক নাম না জানা ৬০ বছর বয়সী বৃদ্ধা।
আহতদের মধ্যে পান্না বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বাজিতপুরের জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ আকাশে কালো মেঘ জমে যায়। বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনজন নারী তড়িঘড়ি করে উঠানে শুকাতে দেওয়া ধান ঘরে তুলতে যান। তখনই ঘটে বজ্রপাতের ঘটনা। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনাটি নিশ্চিত করে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনম শারমিন বলেন, “বিষয়টি জানার পর আমরা খোঁজ নিচ্ছি তাদের পরিচয় জানার জন্য আর আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রয়োজনীয় সহায়তার বিষয়েও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।”
প্রাকৃতিক দুর্যোগে সচেতনতার অভাব অনেক সময় বড় দুর্ঘটনার কারণ হয়ে ওঠে। বিশেষজ্ঞরা মনে করছেন, খোলা আকাশে কাজ করার সময় আবহাওয়া সম্পর্কে সতর্ক থাকা জরুরি।
Leave a Reply