ভৈরবে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের ঘটনায় কিশোর অপরাধী আটক
আফসার হোসেন তূর্জা
কিশোরগঞ্জের ভৈরবে চকলেটের প্রলোভন দেখিয়ে সাড়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় ও অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে শিশু অপরাধী আব্দুর রহমান (১৩) কে আটক করেছে থানা পুলিশের সদস্যরা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে শম্ভুপুর পাক্কার মাথার পুকুর পাড় এলাকায় ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।সে উপজেলার মানিকদী পশ্চিম পাড়া এলাকার সুজন মিয়ার ছেলে।
এর আগে বুধবার (৯ এপ্রিল) রাতে শিশুটির মা ধর্ষনের বিষয়টি টের পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক শিশুটির পরীক্ষা নিরীক্ষা শেষে ধর্ষণের শিকার হয়েছে বলে ধারণা করেন। পরে খবর পেয়ে পুলিশ রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শিশুটিকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে শিশুটির মা জানান, তিনি পাক্কার মাথা এলাকার একটি জুতার রাবার ফ্যাক্টরীতে কাজ করেন। প্রতিদিনের মত সকালে মা রাবার ফ্যাক্টরীতে কাজে গেলে সন্ধ্যায় বাসায় ফিরেন। বাসায় এসে দেখেন শিশুটি চিৎকার করলেও মা প্রথমে বিষয়টি বুঝতে পারেনি। পরে রাতে শিশুটির চিৎকার ও রক্তক্ষরণ দেখে বুঝতে পারে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডা: মেহেদী হাসান জানায়, বুধবার রাতে একটি মেয়ে বাচ্চা তার মা সাথে করে হাসপাতালে নিয়ে আসে। তার মায়ের অভিযোগ তার মেয়েকে কেউ ধর্ষণ করেছে। আমরা ধর্ষণ হওয়া রোগী পাওয়ার পর সাথে সাথে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মেয়ে বাচ্চাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার জন্য ব্যবস্থা করেন।
এ বিষয়ে ভৈরব-কুলিয়ারচর সার্কেল অফিসার (এএসপি) মো.নাজমুস সাকিব বলেন, বুধবার রাতে শিশুটির বিষয়ে আমরা জানতে পেরে আমরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। তখন উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসা শেষে বুধবার সকালে শিশুটি বাড়িতে ফিরে আসলে শিশুটির মায়ের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান শুরু করে।
তিনি আরও বলেন,শিশুটিকে বিভিন্ন ছবি দেখিয়ে অপরাধী সনাক্ত চেষ্টার একপর্যায়ে শিশুটি অপরাধীকে সনাক্ত করতে সক্ষম হয়। পরে আমরা শিশু অপরাধীকে শম্ভুপুর পাক্কার মাথার ভাড়া বাসা থেকে বিকালে আটক করি।
যেহেতু অপরাধীও কিশোর ১৮ বছরের নিচে বয়স তাই তাকে কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।
Leave a Reply