ভৈরবে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক কিশোরী,প্রতিবেশী মাহফুজ গ্রেফতার
ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে এক কিশোরী ছয় মাসের অন্তঃসত্ত্বার ঘটনায় প্রতিবেশী মাহফুজ মিয়া (২৩) নামে এক যুবককে আটক করেছে ভৈরব থানা পুলিশ। বুধবার (৯ এপ্রিল) দুপুরে কিশোরীর বাবা রহমত আলী ভৈরব থানায় লিখিত অভিযোগের পর বিকালে নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত মাহফুজ মিয়া উপজেলার গজারিয়ায় ইউনিয়নে মানিকদীর নয়াহাটি গ্রামের রবিকুল মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩ অক্টোবর রাতে রামিছা (ছদ্ম নাম) (১৬) নামে এক কিশোরী বাড়ির পাশে গোসলখানায় গেলে মাহফুজ মিয়া ও তার এক সহযোগী ওই কিশোরীকে মুখে চেপে ধরে বাড়ি পিছনে নামায় (নিচু জায়গায়) নিয়ে যায়। এসময় কিশোরীকে মুখে কাপড় বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে মাহফুজ এবং তার সহযোগী কিশোরীর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে। পরবর্তীতে এসব ঘটনা কাউকে বললে ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া সহ প্রাণনাশের হুমকি দিয়ে বিভিন্ন সময় আরও ১২-১৩ বার ধর্ষণ করে। ওই ঘটনায় কিশোরী ছয় মাসের অন্তঃসত্ত্বা হলে, পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারে এবং মেয়ের সাথে কথা বলে কিশোরী বাবা আজ বুধবার দুপুরে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে ভৈরব থানা পুলিশ আজ বুধবার বিকালে আসামী মাফজুকে তার বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর পরিবারে অভিযোগের ভিত্তিতে আসামি মাহফুজকে গ্রেফতার করা হয়েছে।পরে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply