ভৈরবে জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
ভৈরব প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির দায়ে এক আড়তদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। (৯ এপ্রিল) বুধবার সন্ধায় ভৈরব নৈশ্য মৎস্য আড়তের মামনি এন্টারপ্রাইজ থেকে ৩৫ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ রেদোয়ান আহমেদ রাফি।
অভিযান সূত্রে জানায়, জেলি জাতীয় পদার্থ ব্যবহার করে চিংড়িগুলোকে কৃত্রিমভাবে ওজন বৃদ্ধি করা হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরে মামনি এন্টারপ্রাইজ পরিচালক মো: সেলিম মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত চিংড়িগুলো পরে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্টেট মোহাম্মদ রেদোয়ান আহমেদ রাফি বলেন, বিষাক্ত জেলি মানব দেহের জন্য ক্ষতিকর। আর সেই জেলি চিংড়ি মাছে মিশিয়ে ওজন বাড়ানোর ধান্দায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এই অবৈধভাবে ব্যবসা করে যাচ্ছে। সেই পেক্ষিতে আজ বুধবার ভৈরব নৈশ্য মৎস্য আড়তে অভিযান চালিয়ে মামনি এন্টারপ্রাইজে ৩৫ কেজি জেলি যুক্ত চিংড়ি মাছ উদ্ধার করে জব্দ করা হয়। আর মামনি এন্টারপ্রাইজ এর পরিচালক মো: সেলিম মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে ভবিষ্যতে যদি এমন অপরাধ করে তাহলে আরও কঠিন পদক্ষেপ নেওয়া হবে। আর জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।
এ এসময় ভৈরব উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক, সহকারী মৎস্য কর্মকর্তা ও ভৈরব নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply