ভৈরব থেকে ২১১ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক
ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরব থেকে বিপুল পরিমাণের গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। (৮ এপ্রিল) মঙ্গলবার সকাল পৌনে ১১ টায় পৌর শহরের নিউটাউন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ভৈরব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরি।
এসময় একটি সাদা নোহা গাড়ি তল্লাশি করে ২১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত আসামীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর মিরাশানি মধ্য পাড়া এলাকার মৃত আব্দুল মন্নাফ মিয়ার ছেলে. মো.বশির মিয়া (৩৩) ও একই জেলার সরাইল থানার অচালিয়া পাড়ার মো. শফি মিয়ার ছেলে মো. শাহিন মিয়া (৩০)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন,ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের নিউ টাউন এলাকায় আজ সকালে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় সকাল পৌনে ১০ টায় একটি নোহা গাড়িসহ বশির মিয়া ও শাহিন মিয়া নামে দুই মাদককারবারিকে আটক করা হয়। এসময় গাড়িতে অভিনব কায়দায় রাখা ২১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল আনুমানিক ৪২ লক্ষ ২০ হাজার টাকা।
তিনি আরো বলেন, এ ঘটনায় ভৈরব থানায় একটি মাদক মামলা দায়ের করে আসামিদ্বয়কে আলামত হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply