ভৈরবে চলন্ত ট্রেন থেকে পড়ে বেসরকারি কর্মচারীর মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেন থেকে পড়ে মাহবুব হুসেইন (২৭) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে ভৈরব রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকার জগন্নাথপুর সংলগ্ন ৩৩ নম্বর রেলব্রিজের কাছে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
নিহত মাহবুব নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের বাসিন্দা এবং আব্দুল হালিমের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন।
মরদেহের একটি পা বিচ্ছিন্ন, অপর পা ভাঙা এবং মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দিদারুল আলম জানান, স্টেশন কেবিন থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে মাহবুব হুসেইনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে তার পরিচয় অজ্ঞাত ছিল, তবে সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা গেছে। ধারণা করা হচ্ছে, ঢাকা গামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা ভৈরবে আসছেন। তাদের লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply