ভৈরবে এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
আফসার হোসেন তূর্জা
কিশোরগঞ্জের ভৈরবে আঁখি বেগম (২৫) নামে এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ তার স্বামী ইমরান মিয়াকে আটক করেছে। নিহত আঁখি বেগম তাড়াইল উপজেলার ভাওয়াল এলাকার মাহাবুব আলমের মেয়ে।আর আটক স্বামী ইমরান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর এলাকার আবুল কাসেমের ছেলে।
জানাযায় প্রায় তিন বছর আগে তারা প্রেম করে পালিয়ে বিয়ে করেন।তবে পরিবার থেকে এই বিয়ে মেনে নেওয়া হয়নি। বিয়ের পর তারা ভৈরব পৌর শহরের পঞ্চবটি নতুন রাস্তা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। ইমরান স্থানীয় একটি স্টিল ফার্নিচারের দোকানে কাজ করেন। তাদের সংসারে দেড় বছরের আতিয়া নামে একটি কন্যাসন্তান রয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই ইমরান আঁখিকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। মঙ্গলবার সকালে আঁখি তার মায়ের সঙ্গে দেখা করতে গেলে স্বামী ইমরান বাধা দেন এবং তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইমরান তাকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ‘‘আঁখি বেগমের মৃত্যু নিয়ে সন্দেহ থাকায় তার স্বামী ইমরান মিয়াকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনাটি সন্দেহজনক বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
Leave a Reply