ভৈরব এ্যাডহেসিভ সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ভৈরব প্রতিনিধি
পবিত্র রমজান মাসের পুণ্যময় পরিবেশে কিশোরগঞ্জের ভৈরব শহরে “ভৈরব এ্যাডহেসিভ সাপ্লাইয়ার্স এসোসিয়েশন” এর উদ্যোগে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২৫ মার্চ) মঙ্গলবার সন্ধায় দূর্জয় মোড় এলাকায় ঢাকা কাচ্চি ডাইন রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন, তিনি তার বক্তব্যে বলেন, “রমজান আত্মশুদ্ধির মাস, এই মাস আমাদের সহমর্মিতা ও নৈতিকতা শিখিয়ে যায়। সমাজের উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সৎভাবে ব্যবসা পরিচালনা এবং নৈতিকতা বজায় রাখা অত্যাবশ্যক।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রিদওয়ান আহমেদ রাফি, সহকারী কমিশনার (ভূমি), যিনি ব্যবসায়ীদের ন্যায়সঙ্গত বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম, সভাপতি, ভৈরব উপজেলা বিএনপি। মো: তোফাজ্জল হক,সাবেক চেয়ারম্যান সাদেকপুর ইউনিয়ন পরিষদ, চেম্বার অব কমার্স এর সাবেক সহ-সভাপতি আর এ ফারুকী শাহিন। এসময় অতিথিরা ব্যবসায়ীদের সহযোগিতা ও ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভৈরব এ্যাডহেসিভ সাপ্লাইয়ার্স এসোসিয়েশন এর সভাপতি মোঃ নিজাম উদ্দিন সরকার। তিনি বলেন, “ব্যবসায়ী সমাজ শুধু অর্থনীতির চালিকাশক্তিই নয়, বরং দেশের উন্নয়নের অন্যতম অংশীদার। ভৈরবের ব্যবসায়ী সমাজ সবসময় জনকল্যাণমূলক কাজের সাথে যুক্ত ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”
অনুষ্ঠানের নিবেদক ও সার্বিক সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইমরানুল হক। তিনি বলেন, “ভৈরব এ্যাডহেসিভ সাপ্লাইয়ার্স এসোসিয়েশন সবসময় ব্যবসায়ী ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের সংগঠনের মূল লক্ষ্য শুধু বাণিজ্যিক উন্নয়ন নয়, বরং সামাজিক কল্যাণে অবদান রাখা।
অনুষ্ঠানের শেষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সবার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সুস্বাস্থ্য ও সফলতার জন্যও মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে ব্যবসায়ী নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক ও সামাজিক নেতারা অংশগ্রহণ করেন। সবাই একসঙ্গে ইফতার করে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই আয়োজনের মাধ্যমে ব্যবসায়ী সমাজের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হয়েছে বলে আয়োজকরা জানান। ভবিষ্যতেও ভৈরব এ্যাডহেসিভ সাপ্লাইয়ার্স এসোসিয়েশন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
Leave a Reply