ভৈরবে সাউথ ইন্ড সড়ক উন্নয়নের এক হাজার মিটার সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে সাউথ ইন্ড সড়ক উন্নয়নের আওতায় এক হাজার মিটার সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। (২২ মার্চ) শনিবার সকালে প্রধান অতিথি সিনিয়র জেলা দায়রা জজ ঢাকা, মো: হেলাল উদ্দিন উপজেলার আগানগর ইউনিয়নের ছাগাইয়া গ্রামের কাচারিঘাট-ছাগাইয়া সাউথ ইন্ড সড়ক উন্নয়ন নির্মাণ কাজের উদ্বোধন করেন।
কিশোরগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মো: আমিরুল ইসলাম সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ।
ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক মো: সোহেলুর রহমান, উপজেলা নির্বাহী প্রকৌশলী ইসতিয়াক আহমেদ, আগানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বাশার, উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন সুজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আগানগর ইউনিয়নের ছাগাইয়া এলাকায় এক হাজার মিটার সড়ক নির্মান কাজের ৪ কোটি ২৪ লাখ ৩৫ হাজার ৬শত ৩৩ টাকার ঠিকাদারির কাজ করছেন মেসার্স মুমিনুল হক এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী হাজী মো: মমিনুল হক সেলিম।
এসময় প্রধান অতিথি সিনিয়র জেলা দায়রা জজ মো: হেলাল উদ্দিন বলেন, এই সড়ক নির্মানের কাজটি অত্র এলাকার মানুষের একটা স্বপ্ন ছিলো। আজ থেকে সেটা বাস্তবায়নের জন্য যাত্রা করলো। তিনি আরও বলেন,এই কাজটি পাওয়ার নিয়ে অত্র এলাকার সবাই সহযোগিতা করেছেন তার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখানে শুধু সড়কের কাজের বিষয়ে দেখলেই চলবে না, যারা কাজ করবে তাদেরকেও কাজ করার জন্য সহযোগিতা করতে হবে। তাই আমরা চাই ঠিকাদার প্রতিষ্ঠান এই কাজটি সঠিকভাবে শেষ করতে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মুমিনুল হক এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী হাজী মো: মমিনুল হক সেলিম বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে শিডিউল মোতাবেক যা কাজ করার তাই করবো।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই সড়ক নির্মাণ কাজ শেষ হলে আমাদের গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়া থেকে রক্ষা পাবে।
ফিরুজ মিয়া বলেন আমাদের এলাকায় সড়ক নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দ লাগছে কারণ দীর্ঘদিন ধরে আমরা এই সড়কটি নির্মাণের দাবি জানিয়ে আসছিলাম আজ থেকে কাজটি শুরু হয়ে গেছে এতে আমরা গ্রামবাসী সবাই অনেক খুশি।
Leave a Reply