যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ মিছিল
আফসার হোসেন তূর্জা
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ভৈরবের যুব ও ছাত্র সমাজ। (২০ মার্চ) বৃহস্পতিবার সকালে ছাত্র ও যুব সমাজের আয়োজনে ভৈরব দুর্জয় মোড়ে ঘন্টাব্যাপী এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করে তারা।
সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের নারী ও শিশুদের ওপর ইসরায়েল যে নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে, এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। এছাড়া তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সবাইকে এক হয়ে স্বাধীন ফিলিস্তিনের ডাক দেন। আমরা স্বাধীন ফিলিস্তিনের জন্য জীবন দিতে প্রস্তুত। আমরা সবাই এক হয়ে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করব।
এছাড়া তারা বলেন, মুসলিম বিশ্বের বিভক্তির কারণেই ইসরায়েলের মতো অপশক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বারবার মুসলিম বিশ্বের ওপর হামলা চালাচ্ছে ও হত্যাযজ্ঞ ঘটাচ্ছে। মুসলিম বিশ্বকে একতাবদ্ধ হয়ে ইসরায়েলের মতো এই ধরনের অপশক্তির বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান বক্তারা।
এসময় বক্তব্য দেন, মাওলানা শাহরিয়ার,
মোহাম্মদ ফাহিম, মো. জাহিদুল, মো. সিয়াম ও হাফেজ মোশাররফ প্রমুখ।
Leave a Reply