ভৈরবে অবৈধভাবে বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
কিশোরগঞ্জের ভৈরবের আগানগর ইউনিয়নের খালপাড়া এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে মো. লতিফ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। (১৭ মার্চ) সোমবার বিকেল ৪টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি। অভিযানে ভূমি অফিসের কর্মকর্তারা এবং ভৈরব থানা পুলিশ সহায়তা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আগানগর গ্রামের বাসিন্দা খোকন মিয়া নিজের পতিত জমি ভরাটের জন্য স্থানীয় সেজু মিয়ার মাধ্যমে চার দিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত। এরপর ড্রেজারটি জব্দ করে বালু উত্তোলন বন্ধ করা হয়।
ড্রেজার চালক ও বালু উত্তোলনকারী খোকন মিয়াকে সতর্ক করে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। তবে প্রধান অভিযুক্ত লতিফ মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি জানান, অভিযুক্তদের জলমহল থেকে বালু উত্তোলনের কোনো অনুমোদন ছিল না। তারা অবৈধভাবে এই কাজ করছিল এবং আদালতের সামনে নিজেদের ভুল স্বীকার করেছে। ড্রেজারটি বন্ধ রেখে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Leave a Reply