দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে ‘আই.কে.এফ.এম. অ্যালামনাই এসোসিয়েশন’-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে ইসলামপুর (কালীপুর)
এম.আই.ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘আই.কে.এফ.এম. অ্যালামনাই এসোসিয়েশন’-এর বার্ষিক সাধারণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১৪ মার্চ) শুক্রবার মাদ্রাসা প্রাঙ্গণে এ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার সাবেক মেয়র ও মাদ্রাসার এডহক কমিটির দাতা সদস্য এবং ভৈরব পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও এসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা মাওলানা মোহাম্মদ আলী, বর্তমান অধ্যক্ষ ও এসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা মাওলানা কে.এম.তাওহীদুল ইসলাম, এসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা ও ভৈরব উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামি আমির মাওলানা কবির হোসাইনসহ এসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য এ.কে.এম. রমজান আলী, মো. আবদুল আওয়াল, মাওলানা আব্দুর রউফ, আসাদুজ্জামান, মোহাম্মদ আলী, আবুল বাশার মোহাম্মদ নোমান, মতিউর রহমান, মো. আল আমিনসহ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্যগণ ও প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।
বার্ষিক সাধারণ সভায় প্রাক্তন শিক্ষার্থী, আলিম-২০০৬ ব্যাচের মোশিউর রহমান’কে সভাপতি; দাখিল-২০০৯ ব্যাচের এনামুল হক’কে সাধারণ সম্পাদক ও দাখিল-২০০৮ ব্যাচের বোরহান উদ্দিন’কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি (২০২৫-২৭) আগামী ২ বছরের জন্য ঘোষণা করা হয়।
উল্লেখ্য, অ্যালামনাই এসোসিয়েশনটি ২০২৪ সালের ১৭ মার্চ ইসলামপুর (কালীপুর) এম.আই.ফাজিল মাদ্রাসায় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের সহযোগিতা ও সেতুবন্ধন তৈরির উদ্দেশ্যে সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন হিসেবে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়।
Leave a Reply