ভৈরবে আন্তর্জাতিক নারী দিবস পালিত
ভৈরব প্রতিনিধি
“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।( ৮ মার্চ) শনিবার সকাল সাড়ে ১০টায় ভৈরব পৌরসভার আয়োজনে র্যালি ও দুপুরে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রেদুওয়ান আহমেদ রাফি, ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানি, যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়্যবা।
এসময় অনুষ্ঠানে সভপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন নাহার তাসমিন।
এছাড়া ভৈরব পৌরসভার আয়োজনে র্যালীতে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক মিয়া, নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন ও লাইসেন্স ইন্সপেক্টর মো. আক্তারুজ্জামান প্রমুখ।
আলোচনা সভার অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইশতিয়াক আহমেদ সিয়াম।
র্যালি ও সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, আজ আন্তর্জাতিক নারী দিবস। নারীদের ক্ষমতা নিশ্চিতে এই দিবসটি প্রতিবছর পালন করা হয়। নারীদের অধিকার বজায় রাখার জন্য তাদেরও যোগ্য হয়ে উঠতে হবে। এছাড়া সমাজে পুরুষদের পাশাপাশি নারীদেরও এগিয়ে যেতে হবে এবং পুরুষেরও সহায়ক হিসেবে নারীদের পাশে থাকতে হবে। সমাজে নারী পুুরুষ পায়ে পা মিলিয়ে চললে সমাজকে একটি উন্নয়নের জায়গায় নিয়ে যেতে পারবে।
Leave a Reply