কুলিয়ারচরে গলা কেটে ব্যবসায়ী হত্যার আরো একজন আসামি গ্রেফতার
মো: নাঈমুজ্জামান নাঈম
কিশোরগঞ্জের কুলিয়ারচরে গলা কেটে ব্যবসায়ী ওবায়দুল হক পাইলট হত্যার আলোচিত ঘটনার আরো একজন আসামিকে গ্রেফতার করেছে কুলিয়ারচর থানা পুলিশ। এ নিয়ে চার জন আসামির মধ্যে দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃত আসামি মোঃ নাঈম মিয়া (২৪) কুলিয়ারচর উপজেলার পশ্চিম তারাকান্দি গ্রামের এমাদ মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে জানান পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ,) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল বুধবার দিবাগত রাতে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি বুধবার ওবায়দুল হক পাইলট প্রতিদিনের মত দোকান বন্ধ করে মোটরসাইকেল বাড়ি ফিরছিলো। বাড়ি কাছাকাছি পশ্চিম তারাকান্দি এলাকায় গেলে কে বা কাহারা তাকে গলা কেটে হত্যা করে। ঘটনার পরদিন বৃহস্পতিবার নিহতের মা মোছঃ আঙ্গুরা বেগম বাদি হয়ে কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন (পিপিএম) বলেন, আলোচিত ব্যবসায়ী ওবায়দুল হক পাইলট হত্যার ঘটনায় এখন পর্যন্ত শাহাদাৎ ও নাঈম নামে দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে ।
Leave a Reply