ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে ২ জন আটক
ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ে জংশন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো চাকুসহ ২ জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।(২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার মধ্যরাতে রেলওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে রেল স্টেশনের পূর্বপাশ থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলো, শহরের জগন্নাথপুর উত্তর পাড়া এলাকার উসমান মিয়ার ছেলে জারি (২৯) ও চন্ডিবের মধ্যপাড়া এলাকার মৃত দুদু মিয়ার ছেলে সুমন মিয়া (৫০)৷
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে স্টেশনের পূর্বপাশে কয়েকজন দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জারি ও সুমনকে স্থানীয়দের সহযোগিতায় দুইটি ধারালো চাকু উদ্ধারসহ জব্দ করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। সুমনের বিরুদ্ধে ভৈরব থানায় একাধিক ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করে বলে রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেন যাত্রীদের ও সাধারণ পথচারীদের চাকু দিয়ে ভয় দেখিয়ে তাদের মোবাইল, নগদ টাকা স্বর্ণালংকার ও মূল্যবান দ্রব্যাদি ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ জানান, এই চক্রটি রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেন যাত্রীদের ও সাধারণ পথচারীদের চাকু দিয়ে ভয় দেখিয়ে দস্যুতা করিয়া তাদের মোবাইল, নগদ টাকা, স্বর্ণালংকা ও মূল্যবান দ্রব্যাদি ছিনিয়ে নেয়। মধ্যরাতে স্টেশন এলাকা থেকে চুরিসহ দুই ছিনকাইকারীকে আটক করা হয়েছে।
আটকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আজ দুপুরে আদালরতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply