কুলিয়ারচর পৌরসভার আয়োজনে জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত
মোঃ নাঈমুজ্জামান নাঈম
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ স্লোগানটি সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল ৪ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন, জলাশয় পরিষ্কার, পরিচ্ছন্নতা অভিযান/পরিস্কার পরিবেশ বিষয়ে জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির নেতৃত্বে ছিলেন, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জো্হরা ।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর (দায়িত্বরত) ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আদনান আখতার, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর (দায়িত্বরত) ও কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন পিপিএম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলম, পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর (দায়িত্বরত) ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর (দায়িত্বরত) ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, সালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, পৌরসভার সচিব ও সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) আবুল আহসান ভূঁইয়া, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাবেক পৌর কাউন্সিলর ও উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, কুলিয়ারচর থানার সেকেন্ড অফিসার শুভ আহমেদ, পৌরসভার হিসাব রক্ষক বিধান চন্দ্র দাস প্রমুখ।
Leave a Reply