ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলা শুরু হয়েছে। (২৯ জানুয়ারি) বুধবার বিকেল ৫টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় ভৈরব বাজারের জেলা পরিষদের মাঠে ফিতা কেটে ও রঙিন বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান আহমদের রাফি, ভৈরব থানার ওসি তদন্ত মো. শাহিন, উপজেলা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ-সভাপতি জাহিদুর হক জাবেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও চেম্বারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ভৈরব থানার ওসি (তদন্ত) মো:শাহীনসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। উদ্বোধনের পর পরই মেলায় দর্শনার্থীদের ঢল নামে। আয়োজকরা জনানা, শিল্প ও বাণিজ্য মেলায় অর্ধশতাধিক স্টল রয়েছে।
Leave a Reply