মেঘনার পাড়ে ফের নদী ভাঙন, হুমকির মুখে ভৈরব বাজার এলাকা
ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর পাড়ে হঠাৎ আবারও নদী ভাঙন শুরু হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে অটো রাইচ মিল, ডকইয়ার্ড ও ভৈরব বাজার। সোমবার (২৭ জানুয়ারি) রাত থেকে নদী ভাঙন শুরু হয়েছে। এতে প্রায় কয়েক শত ফুট ভূমির নদীগর্ভে বিলিন হয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৮টা থেকে ভাঙন শুরু হয়েছে। এ নদী ভাঙনের ফলে ভৈরব বাজার সহ পার্শ্ববর্তী অটো রাইচ মিল, ডকইয়ার্ড এতে হুমকির মুখে পড়েছে। দ্রুত জিও ব্যাগ ফেলে ব্যবস্থা না নিলে কোটি কোটি টাকার ক্ষতির আশংকার রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন রাতেই নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি ভাঙন রোধে উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানান।
Leave a Reply