নাজির আহমেদ আল-আমিন
কিশোরগঞ্জের ভৈরবে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশের সদস্যরা। (১৫ জানুয়ারি) বুধবার ভৈরব বাজারের স্থানীয় আওয়ামী লীগ অফিস কার্যালয়ের সেচ্চাসেবকলীগ এর কক্ষ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সকাল সাড়ে এগারোটায় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করেছি। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর হবে। মরদেহটি ভৈরব উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সেচ্চাসেবকলীগ এর অফিস কক্ষে পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে তার পরনে জিন্স পেন্ট ও কালো টিশার্ট রয়েছে। মরদেহের পাশে একটি মোবাইল ফোন,খালি মদের বোতল ও তার পেন্টের পকেটে বিড়ির প্যাকেট ছিলো।
স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার রাতে সাপ্তাহিক কাপড়ের হাটের বাজার হওয়ার বাজারে অনেক গাড়ি আসা যাওয়া করে। সেই হিসেবে রাতের কোনো এক সময় ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পরে সকালে এক লোক পরিত্যক্ত আওয়ামী লীগ অফিস কার্যালয়ে মোটর সাইকেল রাখতে গিয়ে এই মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, মরদেহে কোনো আঘাতের কোন চিহ্ন নাই, তারপরে তদন্ত করা হবে। এছাড়া বিস্তারিত তদন্তের জন্য এডিশনাল এসপি, ক্রাইমসিন ও সিআইডি টিম আসছে কাজ করার জন্য। তার মোবাইল ফোনটি ছিলো সিম ছাড়া। তার পরিচয় সনাক্তের জন্য মোবাইল ফোনের মাধ্যমে সোসাল মিডিয়ায় কোন লিংক আছে কিনা তার দেখা হচ্ছে। বর্তমানে মরদেহটি সুরতহাল করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।
Leave a Reply